আন্তর্জাতিক

উত্তর পূর্ব নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৬

Explosion kills 26 in northeast Nigeria

Truth of Bengal: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে একটি মর্মান্তিক বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। সোমবার রান ও গামবোরু এনগালা শহরের মাঝের সড়কে দুটি গাড়ি হঠাৎ বিস্ফোরণে উড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, গাড়িগুলো রাস্তার নিচে লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি-র ওপর উঠলে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই বহু লোক প্রাণ হারান।

আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এই ঘটনার জন্য এখন পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি। তবে এলাকাটি বোকো হারামসহ বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর দখলে রয়েছে দীর্ঘদিন ধরে। এই অঞ্চলে এমন হামলা প্রায়ই ঘটে, যা সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকি তৈরি করছে।

আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা, যারা এই অঞ্চলে বিদেশি এনজিওগুলোর সঙ্গে কাজ করে, তারা এক অভ্যন্তরীণ নোটে এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে বলে রয়টার্স জানিয়েছে।

বোর্নো রাজ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা চায়, সরকার দ্রুত ব্যবস্থা নিক এবং নিরাপত্তা জোরদার করুক।

Related Articles