আন্তর্জাতিক

বিশাল আয়তনের সবচেয়ে বড়ো বিমানবন্দর এখন দুবাইয়ে, জেনেনিন সব তথ্য?

Dubai is building the world's largest airport

The Truth of Bengal: বিশাল আয়তনের বিশ্বের সবচেয়ে বড়ো বিমানবন্দর তৈরি হচ্ছে দুবাই। রবিবার একথা ঘোষণা করেন দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম। নয়া বিমানবন্দরের নাম হবে আল মাকতুম আন্তর্জাতিক  বিমানবন্দর। বিশাল এই বিমানবন্দরে থাকবে ৫টি আলাদা রানওয়ে। বিমানবন্দরে বছরে যাতায়াত করতে পারবেন ২৬ কোটি মানুষ। ৪০০টি এয়ারক্রাফট গেট থাকবে। দুবাইয়ের এখনকার বিমানবন্দরের ৫ গুণ আয়তন হবে নয়া বিমানবন্দর। নয়া এভিয়েশন প্রযুক্তি দেখা যাবে এই বিমানবন্দরে। দুবাইয়ের দক্ষিণে তৈরি হচ্ছে এই নয়া বিমানবন্দর। এর পাশেই গড়ে উঠছে নগরীও। তাতে লক্ষাধিক মানুষ থাকতে পারবেন। লজিস্টিক ও এয়ার ট্রান্সপোর্টের প্রথম সারির সংস্থাগুলি কাজ করবে এই বিমানবন্দরে। নতুন বিমানবন্দরের নয়া টার্মিনাল তৈরি করতে খরচ পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় ২.৯ লাখ কোটি টাকা।

Related Articles