ট্যাঙ্কারে ড্রোন হামলার দায় অস্বীকার! যুক্তরাষ্ট্রের অভিযোগ ওড়াল ইরান…
Denied responsibility for drone attacks on tankers! Iran dismissed the US complaint

The Truth Of Bengal: ভারত মহাসাগরে বাণিজ্যিক একটি জাহাজের রাসায়নিক ট্যাঙ্কারকে লক্ষ্য করে ইরান থেকে ড্রোন ছোড়া হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে ইরান। শনিবার ভোরে ট্যাঙ্কারে ড্রোন হামলার এই ঘটনাটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের করা অভিযোগকে ‘অর্থহীন’ বলে অভিহিত করেছে।
ভারত মহাসাগরে বাণিজ্যিক একটি জাহাজের রাসায়নিক ট্যাংকারকে লক্ষ্য করে ইরান থেকে ড্রোন ছোড়া হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাংকারে ড্রোন হামলা নিয়ে ওয়াশিংটনের অভিযোগকে ‘অর্থহীন’ বলে অভিহিত করে।উল্লেখ্য, গত শনিবার জাপানের মালিকানাধীন একটি রাসায়নিক ট্যাংকার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।এদিকে প্যালেস্তাইনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এএফপির প্রতিবেদনে বলা হয়, গাজার প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালায়।পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশ্যে এ হামলার জন্য তেহরানকে অভিযুক্ত করে।
পাশাপাশি, পেন্টাগন আরও এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালের পর থেকে এ নিয়ে বাণিজ্যিক জাহাজে সপ্তমবারের মতো হামলা চালায় ইরান। যদিও এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে হামলার শিকার ট্যাংকারটি গতকাল সোমবার ভারতের মুম্বাইয়ে পৌঁছায়। সেখানে ভারতীয় নৌবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল ট্যাংকারটি পরিদর্শন করে বলে বার্তা সংস্থা পিটিআই জানায়।তবে যুক্তরাষ্ট্রের করা ড্রোন হামলার অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের করা অভিযোগের ভিত্তিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরান এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করছেন। এমনকি অর্থহীন বলেও দাবি করেছে দেশটি।
Free Access