আন্তর্জাতিক

সোনার খনি দখল নিয়ে সংঘর্ষ, হিংসাত্মক হামলায় আরও মৃত্যু

Peru gold Mine

The Truth of Bengal: গ্লোবালডেটার খনি এবং প্রকল্প ডাটাবেস অনুসারে, বিশ্বব্যাপী ১৩২২ টিরও বেশি সোনার খনি চালু রয়েছে, যার মধ্যে ১২৭টি পেরুতে রয়েছে।কয়েকমাস আগে পেরুর দক্ষিণাঞ্চলে সোনার খনিতে আগুন লেগে ২৭জনের মৃত্যু হয়েছিল। এবার সেই ছোট্ট দেশে সোনার খনির দখল নিতে চলল গুলির লড়াই। গুলির লড়াই আর বিস্ফোরণে প্রাণ গেছে ৯জনের।জখম হয়েছেন আরও ১৫জন। পেরুর পডেরোসা সোনার খনিতে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। আধুনিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি তাদের কাছে প্রচুর বিস্ফোরক ছিল বলেও জানা গেছে।

বোমা ছুঁড়তে ছুঁড়তেই তাঁরা খনিগর্ভে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। তবুও পরিস্থিতির মোকাবিলা করতে পারেননি। দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। তাতেই প্রাণ যায় ৯ জনের। এর পাশাপাশি  ৪ জনকে পণবন্দি করে হামলাকারীরা। অস্ত্রধারী বাহিনিকে  বাধা দিতে গিয়ে জখম হন অন্তত ১৫ জন। যদিও সুকৌশলে পেরুর পুলিশ আধিকারিকরা সামাল দেয়। ধরপাকড়ও দমনপীড়ন চলে।

তাতে ৭হামলাকারিীকে বন্দি করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর অস্ত্র।  গত বছর লাতিন আমেরিকার এই দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাসটিল্লোকে ইমপিচ করা হয়। প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হয়।রাজনৈতিক হিংসা দমনে সফল হয় পেরুর প্রশাসন। হিংসার সেই ঘটনায়  নতুন মাত্রা যোগ করল এই হামলা। এবার পেরুর প্রশাসন আচমকা হামলা রুখতে নজরদারি বাড়িয়েছে। বহিরাগতদের বেয়াদপি রুখতে পেরুতে সীমান্ত সহ অন্যান্য জায়গায় রয়েছে কড়া নজর।

Related Articles