আন্তর্জাতিক

জামিন খারিজ চিন্ময় কৃষ্ণের, যাবজ্জীবন কারাদণ্ড দিল চট্টগ্রাম আদালত

Chinmayi Krishna denied bail again

Truth Of Bengal: আজও জামিন পেল না বাংলাদেশের সন্ন্যাসী। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ করল আদালত। ইংরেজি নতুন বছরেও জেল মুক্তি হল না তাঁর। জামিন মঞ্জুর করল না চট্টগ্রাম আদালতে। বৃহস্পতিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টে অপূর্ব ভট্টাচার্য সহ মোট ১১ জন আইনজীবী প্রতিনিধি উপস্থিত ছিলেন তাও হলো না শেষ রক্ষা। দেড় মাস ধরে চলছে রাষ্ট্রদ্রোহিতার মামলা। এবার আজীবন কারাবাসের রায় দিল চট্টগ্রাম আদালত।

একাধিকবার আদালত কক্ষে চিন্ময় কৃষ্ণ দাস এর পক্ষে সাওয়াল করা হল আইনজীবীদের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে। অসুস্থ রবীন্দ্র ঘোষের জায়গায় আজ আদালতের সাওয়াল করতে এসেছিলেন অপূর্ব ভট্টাচার্য তাও চিনময় কৃষ্ণ দাসের জামিন খারিজ করে দেয়া হলো। একমাসের বেশি সময় ধরে জেল বন্দী এই সন্ন্যাসী। আশায় ছিলাম হতাশ হলাম প্রতিক্রিয়া কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন প্রভুর।

Related Articles