বিশ্বের ধনীব্যক্তিত্বদের দান, সম্পত্তি দান করছেন জুকারবার্গের! জানালেন বিল গেটস
Bill Gates says Zuckerberg is donating his wealth to the world's richest people!

Truth Of Bengal: বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন মার্ক জুকারবার্গের। আর এবার তিনি তাঁর সম্পত্তি নিয়ে নিতে চলেছেন বড় পদক্ষেপ। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, ফেসবুক ও মেটার সিইও মার্ক জুকারবার্গ নিজের সম্পদের ৯০ শতাংশের বেশি দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি ইতিমধ্যে তা শুরু করে দিয়েছেন। এর আগেও ২০১৫ সালে জুকারবার্গ ও প্রিসিলা ঘোষণা দিয়েছিলেন যে, তারা জীবিত থাকাকালীন নিজেদের ফেসবুক শেয়ারের ৯৯ শতাংশ দান করবেন।
তখন থেকেই তাদের ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞানের বিভিন্ন প্রকল্পে কাজ করে আসছে। আর এই নিয়ে এবার এক এক সাক্ষাৎকারে মুখ খুললেন বিল গেটস। বলা বাহুল্য, দীর্ঘকাল ধরে বৃহৎ পরিসরে সমাজসেবায় বড় অবদান রেখেছে গেটস ফাউন্ডেশন। এই প্রসঙ্গে গেটস জানান, ‘যখন আমি এবং মেলিন্ডা ২০০০ সালে গেটস ফাউন্ডেশন শুরু করি। তখন ফাউন্ডেশনের প্রথম সনদে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের মৃত্যুর পর ফাউন্ডেশনকে স্থায়ী থাকবে না। ২০২৫ সাল তার জীবনে বিশেষ এক বছর হবে। কারণ এইস বছর তার বয়স হবে ৭০, মাইক্রোসফটের বয়স হবে ৫০ এবং ফাউন্ডেশনের বয়স হবে ২৫ বছর। ‘
উল্লেখ্য, বিশ্বের ১৩তম ধনী ব্যক্তি হলেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১১২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এই পরিমাণ সম্পত্তি সঙ্গে রাখতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে গেটস বলেছিলেন, আগামী ২০ বছরের মধ্যে তাঁর সম্পদের ৯৯ শতাংশ দান করতে চান। যা মানুষের কল্যাণে ও উপকারে কাজে লাগবে। এই অর্থ পুরোটাই তিনি ব্যয় করবেন নিজের সংস্থা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে। আর এবার নিজের সম্পদের ৯০ শতাংশের বেশি দান করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ফেসবুক ও মেটার সিইও মার্ক জুকারবার্গ।