
The Truth of Bengal,Mou Basu: সামনেই দীপাবলি বা আলোর উৎসব।দীপাবলি মানেই একদল উচ্ছৃঙ্খল মানুষের কাছে দেদার দুমদাম করে বাজি ফাটানো। কানে তালা লাগানো বিকট শব্দে বাজি ফাটিয়ে অন্যের বিড়ম্বনা বাড়িয়ে বিভৎস মজা লাভ করে একদল অবিবেচক স্বার্থপর বিকৃত মস্তিষ্কের মানুষ। বাজি থেকে তৈরি হওয়া দূষণ শুধু মানুষেরই ক্ষতি করে না ক্ষতিগ্রস্ত হয় অবলা পশুপাখিরাও। শব্দবাজির মতোই বায়ুদূষণ সৃষ্টি করে আতসবাজিও। এই পরিস্থিতিতে সম্পূর্ণ উলটো পথে হেঁটে নজির সৃষ্টি করেছেন তামিলনাডুর একাধিক গ্রামের বাসিন্দারা। শীতের সময় বিদেশ থেকে গ্রামে আসা পরিযায়ী পাখিদের বাঁচাতে প্রত্যেক বছর দীপাবলির সময় গ্রামে কোনো রকম শব্দবাজি ফাটান না, এমনকী আতসবাজিও জ্বালান না ওইসব গ্রামের বাসিন্দারা।
কোনো রকম সরকারি নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও গ্রামবাসীরা পরিবেশ সচেতন বলে বাজি থেকে দূরে থাকেন।তামিলনাডুর শিবকাশী বাজি তৈরির জন্য বিখ্যাত সেই তামিলনাডুরই তিরুপাথুর জেলার ভেটাঙগুড়িপাত্তি আর পেরিয়া কোল্লুকুড়িপাত্তি গ্রামের বাসিন্দারা বহুবছর ধরেই এমন ভাবে বাজিবিহীন দীপাবলি উদযাপন করে আসছেন।ভেটাঙগুড়িপাত্তি আর পেরিয়া কোল্লুকুড়িপাত্তি গ্রামের খুব কাছেই আছে ভেত্তানগুড়ি পক্ষিরালয়। ভেত্তানগুড়ি পক্ষিরালয় অবশ্য তিরুপাথুর জেলায় নয় পড়শি জেলা শিবগঙ্গাইতে অবস্থিত। প্রত্যেক বছর শীতের শুরুতেই এই ভেত্তানগুড়ি পক্ষিরালয় ভিড় জমায় অসংখ্য পরিযায়ী পাখি। এক দু’দিনের গল্প এটা নয়, প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এরকম হয়ে আসছে।
শীতের অতিথি পরিযায়ী পাখিদের বাঁচাতে তাই ভেত্তানগুড়ি, পেরিয়া কোল্লুকুড়ি আর চিন্না কোল্লুকুড়িপাত্তির পরিবেশ সচেতন বাসিন্দারা বাজিবিহীন দীপাবলি উদযাপন করেন।গ্রামের বাসিন্দাদের কাছে পাখিরা সন্তানসম।পাখিদের তাঁরা নিজেদের পরিবারের সদস্য বলে মনে করেন।বাজিতে অসুবিধা হয় পাখিদের তাই পাখিদের বাঁচাতে তাঁরা গ্রামে কোনো রকম শব্দবাজি ফাটান না। এমনকী, আতসবাজিও জ্বালান না। শুধু এই ৩টি গ্রামের বাসিন্দারাই নন, দক্ষিণী রাজ্য তামিলনাডুর এরোদ জেলার ভেল্লোদ পক্ষিরালয়ের আশপাশের ৭টি গ্রামের বাসিন্দারাও শীতে গ্রামে আসা অতিথি পরিযায়ী পাখিদের বাঁচাতে দীপাবলিতে বাজি ব্যবহার করেন না। তিরুনেলভেলি জেলার কুথানকুলাম গ্রামের বাসিন্দারাও বাজিবিহীন দীপাবলি উদযাপন করেন দীর্ঘদিন ধরে। দীপাবলির পাশাপাশি বিয়ে বা কোনো উৎসব, ধর্মীয় অনুষ্ঠানেও এসব গ্রামের মানুষ বাজি ব্যবহার করেন না।
Free Access