আন্তর্জাতিক

সংবিধান থেকে সরানো হোক ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি, আদালতে দাবি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের

Bangladesh's Attorney General demands in court that the word 'secularism' be removed from the constitution

Truth of Bengal: গত অগাস্ট মাস থেকে লাগাতার আক্রমণের মুখে পড়েছেন বাংলাদেশের হিন্দুরা। চলেছে বিক্ষোভ-প্রতিবাদ। এই আবহে এবার সেদেশের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান সংবিধানে উল্লেখযোগ্য পরিবর্তন আনার আহ্বান জানালেন। তিনি বলেন, দেশের জনসংখ্যার ৯০ শতাংশ যখন মুসলিম সম্প্রদায়ের, তখন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি সরিয়ে দেওয়া উচিত। বিচারপতি ফারাহ মহবুব ও দেবাশীষ রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চে  ১৫ তম সংশোধনী বিষয়ক মামলার শুনানির সময় এই দাবি জানান তিনি।

এ বিষয় তিনি বলেন, ‘আগে এখানে আল্লার প্রতি বিশ্বাস ছিল। আমি সেই আগের পরিস্থিতি ফিরে পেতে চাই। আর্টিকেল ২এ-তে বলা হয়েছে দেশে সমস্ত ধর্মের উপাসনা করার সমান অধিকার রয়েছে। আবার অন্যদিকে, আর্টিকেল ৯এ বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, যা একে অপরের পরিপন্থী’।

ওই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল আরও বলেন যে সাংবিধানিক সংশোধনীতে গণতন্ত্রকে প্রতিফলিত করা উচিত, কর্তৃত্ববাদের প্রচার এড়িয়ে চলাই শ্রেয়। তাঁর সংযোজন, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে চিহ্নিত করা সহ অনেক সংশোধনী জাতিকে বিভক্ত করে।  সীমিত করে বাক স্বাধীনতাকেও। এ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘শেখ মুজিবের অবদানকে সম্মান জানানো উচিত। কিন্তু, আইন দ্বারা তা প্রয়োগ করা ঠিক নয়’

Related Articles