৫৮-তেই শেষ! প্রয়াত বাংলাদেশের অভিনেত্রী অঞ্জনা রহমান
Bangladeshi actress Anjana Rahman passed away

Truth Of Bengal: বছর শুরুতেই দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান। দীর্ঘ দিন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। ভেন্টিলেশনে ছিলেন বেশ কয়েকদিন। তবে শেষ রক্ষা হল না। শুক্রবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া।
জানা যায়, প্রায় এক মাস যাবৎ অসুস্থ ছিলেন তিনি। প্রথমে জ্বর। তারপর জানা যায় রক্তে সংক্রমণ হয়েছে অভিনেত্রীর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। অবস্থার অবনতি ঘটলে গত বুধবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয় তাঁকে। ভেন্টিলেশনে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না।
তিনশোর বেশি ছবিতে কাজ করেছেন অঞ্জনা। তাঁর ঝুলিতে রয়েছে বাংলাদেশের জাতীয় পুরস্কার। আটের দশকের শেষ এবং নয়ের দশকে অঞ্জনা বাংলাদেশে দাপিয়ে অভিনয় করেছেন। বাংলা ছাড়াও ১৩টি ভাষার ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। সুদক্ষ অভিনেত্রীর পাশাপাশি একজন জনপ্রিয় নৃত্যশিল্পীও ছিলেন অঞ্জনা রহমান।