Awami League: AI দিয়ে লকডাউন করছে আওয়ামী লিগ তোপ, বিএনপির যুগ্ম মহাসচিবের
উত্তপ্ত পরিস্থিতি সামলাতে সকালবেলা থেকে রাস্তায় সেনা টহল দিচ্ছে। এমনকি পুলিশের বিশাল বাহিনীকেও রাস্তায় নামানো হয়।
Truth of Bengal: বৃহস্পতিবার সকাল বেলা থেকে বিভিন্ন অশান্তির ছবি সামনে উঠে এসেছে। মনকী একাধিক বাসে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে সামনে আসছে। বেশ কয়েকটি এলাকায় ককটেল এবং পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলেও দাবি। যা নিয়ে নতুন করে উত্তেজনা বাংলাদেশ। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে সকালবেলা থেকে রাস্তায় সেনা টহল দিচ্ছে। এমনকি পুলিশের বিশাল বাহিনীকেও রাস্তায় নামানো হয়। আওয়ামি লিগের দাবি করেছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এমনকী বিচারের নামে প্রহসন বলেও তোপ দাগে আওয়ামি লিগ। এর প্রতিবাদেই বৃহস্পতিবার ঢাকায় লকডাউনের ডাক দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে কর্মসূচির ডাক দেন হাসিনার আওয়ামি লিগের নেতা জাহাঙ্গির কবীর নানক। আওয়ামি লিগের এই কর্মসূচীকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে। কিছু নেশাগ্রস্ত ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনাব তিনি বলেছিলেন তিনি পালান না। তিনি পালিয়ে যাওয়ার আগে তাঁর আত্মীয়স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। এরপর তিনি খুব সুন্দরভাবে পালিয়েছেন।
কিন্তু এ প্রজন্ম পালিয়ে যায়নি। এ প্রজন্মই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’ প্রসঙ্গত, আওয়ামী লিগের নেতারা বলছেন, গত ১৫ মাস সরকার এবং বিএনপি ও জামাতের আক্রমণের মুখে বহু নেতাকর্মী মারা গেছেন। জেলে মারা গিয়েছে ৪০ জনের বেশি আওয়ামী লিগ সমর্থককে। এই পরিস্থিতিতে তাঁরা মনে করছেন পাল্টা মার ছাড়া পরিস্থিতির পরিবর্তন হবে না। সেই কারণেই তাদের আজ লকডাউনের এই সিদ্ধান্ত।






