আন্তর্জাতিক

ঈদে বাংলাদেশের একাধিক রাস্তায় যানজট এড়াতে কয়েকটি প্রস্তাব 

Few suggestions to avoid traffic jam on many roads of Bangladesh during Eid

The Truth of Bengal: সামনেই ঈদ। সব দেশেই ধুমধাম করে পালিত হবে ঈদ যাত্রা। সেই দিন বাংলাদেশের প্রায় ১৫৫ টি অঞ্চলে যানজটের সমস্যা থাকবে বলে আশঙ্কা করা হয়েছে। কোন কোন জায়গায় যানজট থাকতে পারে সেই বিষয় চিহ্নিত করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। আর এই সমস্যা থেকে বাঁচতে দেওয়া হয়েছে সমাধানের কয়েকটি প্রস্তাব। এদিন বাংলাদেশের সড়ক পরিবহণ কতৃপক্ষের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি সভা।

যেখানে সাম্ভাব্য অঞ্চলে যানজটের কথা বলা হয় এবং সেই যানজট কিভাবে কমানো যাবে সেই বিষয়েও আলোচনা করা হয়। পবিত্র উৎসব ঈদের আগে ও পরে ৩ দিন ধরে বড় ধরনের গাড়ি যেমন ট্রাক, ভ্যান এই সব রাস্তা দিয়ে চলাচল বন্ধ রাখার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে সভাতে।

বাংলাদেশের যে যে স্থানে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে সেইগুলি হল ঢাকা – উত্তরবঙ্গের ৫২ টি রাস্তা, ঢাকা-চত্তগ্রাম-কক্সবাজার মিলে ৪৮ টি রাস্তা , ঢাকা সিলেটে ৪১ টি রাস্তা, ধাকা-পাটুরিয়া-আরিচায় ৮ টি রাস্তা, ঢাকা ময়মনসিংহ তে ৬ টি রাস্তা। বাংলাদেশ হাইওয়ে পুলিশের মতে এই সব অঞ্চলে প্রথম থেকেই ব্যাপক মাত্রাই যানজট হয়ে থাকে। কারণ হল এইসব অঞ্চলে রয়েছে  বাস স্ট্যান্ড, রাস্তার ধারেই রয়েছে বাজার। এই কয়েকদিনে যানজট মোকাবিলায় অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন করার কথা জানানো হয়েছে সভাতে।

Related Articles