আন্তর্জাতিক

সিলেটে ইউপি সদস্যের নেতৃত্বে হামলা ! রেহাই পেল না দুই বছরের শিশুও

The Truth of Bengal :  দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল সিলেট। আর এবার সিলেটের জৈন্তাপুরের উমনপুর গ্রামে পূর্ববিরোধের জেরে চিকনাগুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক আহমদের নেতৃত্বে এক পরিবারের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বিকেলে মামলা করেন হামলার শিকার পরিবারের সদস্য মো. তাহের আলী (৪৫)।

এতে অভিযুক্ত হিসেবে ইউপি সদস্য ফারুক আহমেদ সহ উমনপুর গ্রামের ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বেলা তিনটেয় এই হামলার ঘটনা ঘটে। অপরদিকে, মামলায় অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জেরে ফারুক আহমদের নেতৃত্বে উমনপুর গ্রামের কিছু লোক তাহের আলীর বাড়িতে হামলা চালান। এ সময় ঘরের টিনের বেড়াসহ বিভিন্ন আসবাব ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাহের আলীর পরিবারের কয়েকজনকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালানো হয়। বাড়ির একাধিক নারীকে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। পরিবারের দুই বছরের শিশু রিহান আহমদকে ধারালো দাঁ দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। প্রসঙ্গত, হামলায় আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে গুরুতর আহত অবস্থায় শিশু রিহান আহমদ, মহরম আলী (৬৫), ফাহিমা বেগম (৪০) ও আলবেনা বেগম (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles