নেপালে ফের বিমান দুর্ঘটনা, ওড়ার ৩ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে হেলিকপ্টার, মৃত ৪
Another plane crash in Nepal, helicopter crashed within 3 minutes of flight, 4 dead

The Truth Of Bengal: ফের নেপালে ঘটে গেল বড়সড় বিমান দুর্ঘটনা। আকাশে ওড়ার নিমেশের মধ্যেই রাডার থেকে হারিয়ে গেল একটি হেলিকপ্টার। দীর্ঘ সময় পার হলে খোঁজ মেলে হেলিকপ্টারটির।এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা মোট ৪ জন। হেলিকপ্টারটি নেপালের এয়ার ডায়নাস্টি সংস্থার ছিল বলে জানা যায়। বুধবার রাজধানী কাঠমান্ডু শহরের বাইরে একটি জঙ্গলে এয়ার ডাইনেস্টির কপ্টারটি ভেঙে পড়ে।
সে দেশের সংবাদমাধ্যমে সূত্রে জানা যাচ্ছে, হেলিকপ্টারটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল বলেই ভেঙে পড়ে। অবশেষে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের বাইরের ওই জঙ্গল থেকেই কপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়।ঘটনাটি নুওয়াকোটের সূর্যাচৌরে ঘটেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ)সূত্রের তরফে বলা হয়েছে, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে দুপুর ১.৫৪ মিনিট নাগাদ ছাড়ে।এরপরই সূর্যচৌরে পৌঁছানোর পর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।তবে টেক অফ করার তিন মিনিট পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলেই খবর।