জঙ্গিদের হাতে আমেরিকার অস্ত্র! কাঠুয়ার হামলায় পাক-যোগের ইঙ্গিত
American weapons in the hands of militants! A hint of Pak-yoga in Kathua attack

The Truth Of Bengal: জঙ্গিদের হাতে আমেরিকায় তৈরি অস্ত্র। কী করে জঙ্গিদের কাছে এল এই অস্ত্র? তা হলে কি পাকিস্তানের সেনার কাছ থেকে সেই অস্ত্র জঙ্গিদের হাতে আসছে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়াতে সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় এমনই তথ্য সামনে আসছে। পরিষ্কার হচ্ছে পাকিস্তান যোগের ইঙ্গিত।
সোমবার বিকেলে কাঠুয়ায় রুটিন টহলদারি চালানোর সময় সেনা কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় পাঁচ সেনা জওয়ান শহিদ হন। আহত হন ৬ জওয়ান। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আচমকা হামলা চালিয়ে পাশের জঙ্গলে লুকিয়ে পড়ে হানাদার জঙ্গিরা। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় তল্লাশি শুরু করে সেনা। জানা যায়, পাকি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে হামলা চালায় জঙ্গিরা। হামলায় যে অস্ত্র ব্যবহার করা হয়, তা আমেরিকার তৈরি। অত্যাধুনিক এম-৪ কার্বাইন রাইফেল নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এই আগ্নেয়াস্ত্র পাক সেনার কাছে থাকতে পারে। প্রশ্ন হল, কী করে অত্যাধুনিক এই বন্দুক এল জঙ্গিদের হাতে? তা হলে কী পান সেনার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র পেল জঙ্গিরা। তাই এই হামালায় পাক-যোগের কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কাঠুয়ার এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের অধীনে থাকা জঙ্গি সংগঠন কাশ্মীর টাইগার। কাঠুয়াতে ৫ বীর শহিদের মৃত্যুর ঘটনায় তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনা জানিয়েছে, হামলাকারী জঙ্গিদের কোনও ভাবে রেয়াত করা হবে। উপত্যকা থেকে জঙ্গিদের সমূলে উৎখাত করতে টানা অভিযান চলছে। প্রতিটি ক্ষেত্রে সফল হচ্ছে সেনা। তবে কাঠুয়ায় অতর্কিত হামলায় শহিদ হলেন পাঁচ সেনা জওয়ান।