আন্তর্জাতিক

বাংলাদেশের পুনর্গঠনে পাশে আছে আমেরিকা, ইউনুসকে আশ্বাস বাইডেনের

America stands by Bangladesh's reconstruction, Biden assures Yunus

Truth Of Bengal: ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের নেপথ্যে আমেরিকা রয়েছে কিনা সে বিষয়ে জটিলতা থাকলেও মঙ্গলবার এটা স্পষ্ট হয়েছে যে, ও দেশের অন্তর্বর্তী সরকারের পাশে আমেরিকা বিদ্যমান। আমেরিকায় মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বৈঠক করা হয়। আর সেই বৈঠকের ফাঁকে একান্তে সাক্ষাৎ করলেন মার্কিন প্রেসিডেন্ট ও ডঃ মুহাম্মদ ইউনুস।  ওপার বাংলার মুখ্য উপদেষ্টার অফিসের তরফ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, দুই রাষ্ট্রনেতার বৈঠক সফলতা অর্জন করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউনুসকে আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশকে তিনি পূর্ণ সমর্থন করবেন।

ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসিনা সরকারের আমলে অত্যাচারের বিরুদ্ধে শিক্ষার্থীরা কী ভাবে গর্জে উঠেছিলেন তা বাইডেনকে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি ইউনুস মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছে, পুনর্গঠনের স্বপ্ন নিয়ে পুলিশের গুলিতে গুলিবদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে কত শত পড়ুয়া। সমস্ত বিষয়টি জানার পর, বাইডেন বলেন, যদি দেশের জন্য এত এত শিক্ষার্থী এতটা ত্যাগ করতে পারে, তাহলে তাদের জন্য আমেরিকার সরকারেরও কিছু করা উচিত।

দেশের পুনর্গঠনের কাজে অন্তর্বর্তী সরকার সাফল্য পাবেই, এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টা ইউনুস। নতুন সরকারকে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন বাইডেন, এমনটাই জানানো হয়েছে মুখ্য উপদেষ্টা অফিসের বিজ্ঞপ্তিতে। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের বৈঠকের মাঝে অন্য অনেকের সঙ্গে দেখা করে কথা বলেছেন নোবেল জয়ী ইউনুস। এই আবহে তিনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন।

Related Articles