আন্তর্জাতিক

বিস্ময়কর! সুনীতাদের ফেরাতে গিয়ে ‘এলিয়েন’-এর সাক্ষাৎ পেলেন নভোচারীরা

Amazing! Astronauts meet 'alien' while returning Sunita

Truth of Bengal: অবশেষে প্রতীক্ষার অবসান! মহাশূন্য থেকে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ক্রু-১০ মহাকাশযানে চড়ে তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। তবে তাঁদের ফেরার আগেই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে!

সুনীতাদের উদ্ধারে ফ্যালকন ৯ রকেটে আইএসএস-এ পৌঁছেছিলেন চার নভোচারী— অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভ। কিন্তু মহাকাশে পা দিয়েই তাঁরা যা দেখলেন, তাতে অবাক না হয়ে পারলেন না! সামনে দাঁড়িয়ে এক ‘এলিয়েন’— তিনকোনা মাথা, বড় বড় কালো চোখ!

কিন্তু ভিনগ্রহের প্রাণী আইএসএস-এ এল কীভাবে? আসলে, এই ‘এলিয়েন’ আর কেউ নন, সুনীতাদেরই এক সহকর্মী নিক হগ। মজার ছলে তিনি এলিয়েনের পোশাক পরে নতুন নভোচারীদের স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন! তাঁকে দেখে প্রথমে হতভম্ব হয়ে যান পেসকভরা, পরে বিষয়টা বুঝে হাসিতে ফেটে পড়েন।

মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হয় সুনীতাদের ফেরার যাত্রা। দীর্ঘ অপেক্ষার পর বুধবার আটলান্টিক মহাসাগরে সফলভাবে অবতরণ করে তাঁদের মহাকাশযান। নাসা পুরো ঘটনাটির সরাসরি সম্প্রচার করেছে। অবতরণের পরপরই মার্কিন নৌসেনার বোট তাঁদের উদ্ধার করে এবং হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে নিয়ে যাওয়া হয়।

ড্রাগন ক্যাপসুল থেকে রাত ৮টা ২২ মিনিটে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস। এখন তাঁদের গন্তব্য হিউস্টনের জনসন স্পেস সেন্টার। সফল অভিযানের পর এই আনন্দের মুহূর্তে মহাকাশপ্রেমীদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো!

Related Articles