আন্তর্জাতিক

আকাশ থেকে নেমে এসেছে এলিয়ান? অদ্ভুত বস্তু নিয়ে শোরগোল কেনিয়ার এই গ্রামে

Alien came down from the sky? This Kenyan village is buzzing with strange objects

Truth Of Bengal : আকাশ থেকে কি একটা যেন নিচে নেমে এসেছে কেনিয়ার মুকুকু গ্রামে। এখন গ্রামবাসীদের চিন্তা এই অদ্ভুত জিনিস নিয়ে। কেনিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বুধবার তাদের গ্রামে আকাশ থেকে কোন একটা অদ্ভুত জিনিস নিচে নেমে পড়েছে। এ জিনিসটি দেখে মনে হচ্ছে ধাতু দিয়ে তৈরি। স্থানীয়দের মতে এই বস্তুটি লাল রংয়ের এবং প্রচন্ড গরম। আকাশ থেকে হঠাৎ করেই নেমে পড়েছে এই বস্তু। তবে কি এটা এলিয়েনের কোন ইঙ্গিত। গ্রামের মানুষ বেশি দেরি না করে খবর দেয় জাতীয় মহাকাশ সংস্থাকে।

ইতিমধ্যেই চলছে এই বস্তুর পরীক্ষা নিরীক্ষা করা। মহাকাশ গবেষকদের মতে এটি মহাকাশের কোন এক বস্তু। কেনিয়া স্পেস এজেন্সি এই বস্তুটিকে নিয়ে গেছে তাদের সঙ্গে। এই অদ্ভুত বস্তুটি লম্বায় ৮ ফুট এবং এর ওজন প্রায় ৫০০ কেজি। এই বস্তুটি ২.৫ মিটার গোলাকার। গ্রামের যে জায়গায় বউ ছুটি পড়েছে সেখানে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। কেনিয়া প্রশাসন করা নজরদারি রাখছে ওই ঘিরে দেওয়া এলাকায় যাতে কেউ প্রবেশ করতে না পারে। তবে আদৌ সেটি মহাকাশ থেকে এসে পড়েছে নাকি এর পিছনে অন্য কোন ঘটনা রয়েছে সেই নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে কেনিয়ার মহাকাশ বিজ্ঞানীরা । বিজ্ঞানীদের মধ্যে এই বস্তুর রকেটের কোন এক অংশ হতে পারে যা নেমে এসেছে পৃথিবীর মাটিতে। তবে যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি বলা যাচ্ছে না।