মাঝ পথে যান্ত্রিক ত্রুটি, তড়িঘড়ি মস্কোয় অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের
Air India flight made an emergency landing in Moscow due to mechanical problems mid-way

Truth Of Bengal: আকাশে উড়ে গেলো বিমান। কিছু পথ অতিক্রম করতে না করতেই বাঁধার সম্মুখীন হল বিমানটি। নজরে এলো যান্ত্রিক গোলোযোগের বিষয়টি। এরপর বিপদ বুঝে আর এগোনর সাহস না করে তড়িঘড়ি জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নিলেন পাইলট। সময় নষ্ট না করে মস্কো বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। জানা যাচ্ছে, দিল্লি থেকে বার্মিংহাম যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। বিমানটি অবতরন করতে সফল হয়েছে বলেই জানা যাচ্ছে।
এমনকি ওই বিমানে থাকা যাত্রী এবং বিমানকর্মীরা সুরক্ষিত আছেন বলেই জানা যাচ্ছে। ঠিক কী কারণে বিমানটির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে তা জানতে ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই বিমানের ইঞ্জিন এবং অন্য যন্ত্রাংশগুলি খতিয়ে দেখার পর পুনরায় বিমানটি বার্মিংহামের উদ্দেশে উড়ে যায়। বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার আকাশে বোয়িং ৭৮৭-এর ফ্লাইট নম্বর AI ১১৩ বিমানটি উড়ার সময়ে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
বিমানটি দিল্লি থেকে বার্মিংহামের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। আর ঠিক সেই সময়ে প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও রাশিয়ার আকাশে বিমানটি পৌছতেই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর আর বিমান চালক এগোনর সাহস না দেখিয়ে তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণ করানোর জন্য মস্কো বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।এরপর মস্কো বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রিন সিগন্যাল দিলেই আর সময় নষ্ট না করে বিমানটিকে জরুরি অবতরণ করান। সময় মতো ঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিমানটি ক্ষতির মুখে পড়েনি। পাইলটের তৎপরতায় যাত্রী এবং বিমানকর্মীদের নিয়ে মস্কো বিমানবন্দরে নির্বিঘ্নে অবতরণ করে উড়ানটি।