ফের এক নতুন ভাইরাসের হানা? খরগোশ পুষলে হতে পারে বিপদ!
Again a new virus attack? Rabbits can be dangerous!

Truth Of Bengal : ফের গোটা বিশ্বে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এইচএমপিভি ভাইরাস। এই ভাইরাস নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ মহলে। এই নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও রাজ্য থেকে দেশে সর্বত্রই বার্তা দেওয়া হয়েছে আতঙ্ক না ছড়াতে। আর এই আবহের মধ্যে ফের আরও এক নতুন ভাইরাস নিয়ে চর্চা শুরু হল বিশ্ব জুড়ে। আমেরিকায় হানা দিয়েছে র্যাবিট ফিভার। মেডিক্যালের ভাষায় এই নতুন ভাউরাসের নাম টুলারেমিয়া। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বয়স্ক অনেকেই।
এই ভাইরাস মূলত ছড়াচ্ছে খরগোশ বা ইঁদুর জাতীয় প্রাণী থেকে। এই সমস্ত প্রাণীদের শরীরে এই ব্যাকটেরিয়া, মাছি বা মশা বা অন্য কোন পতঙ্গের সাহায্যে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এমনকি খরগোশ বা ইঁদুরের মল মূত্র থেকেও ছড়িয়ে পড়ছে এই নতুন ভাইরাস।
আমেরিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী খামারে যারা কাজ করেন, যারা খরগোশ দেড় দেখভাল করেন তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি পোষ্য খরগোশ থেকেও ছড়াতে পারে এই রোগ। তাই সকলের সতর্ক থাকা প্রয়োজন।