ফুটপাথ ধসে ভূগর্ভস্থ নর্দমার জলে ভেসে গেলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা
A resident of Andhra Pradesh was swept away by the underground sewer after the pavement collapsed

Truth Of Bengal : ব্যবসার কাজে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হল এক ভারতীয় মহিলাকে।ফুটপাথ দিয়ে হেঁটে যাবার সময় আচমকাই তা ধসে গেলে ভূগর্ভস্থ নর্দমায় পড়ে যান মহিলাটি।এই দুর্ঘটনার কবলে পড়া মহিলাটিকে উদ্ধার করার কাজ ইতিমধ্যেই প্রশাসন শুরু করে দিয়েছে।ওই মহিলাটি মারা গেছে বলেই আশঙ্কা করছে কুয়ালা লামুপুরের প্রশাসনিক কর্তারা।নিখোঁজ মহিলার নাম বিজয়া লক্ষ্মী বলে জানা যাচ্ছে। বয়স ৪৫ বছর।মহিলাটি অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার অ্যানিমিগনিপল্লে গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে।ব্যবসার কাজে কুয়ালা লামপুরে মহিলাটি গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।
মহিলাটি শহরের ফুটপাথ দিয়ে হেঁটে যাবার সময় আচমকাই ফুটপাথের কংক্রিটের আচ্ছাদন ভেঙে পড়ে। সেই সময় মহিলাটির সাথে তাঁর স্বামী এবং ছেলেও ছিল বলে জানা যায় তাঁদের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তবে মহিলাটি ভূগর্ভস্থ নর্দমার জলে ভেসে গেলেও তাঁর স্বামী এবং ছেলে অল্পের জন্য বেঁচে যান। এরপরে খবর পাওয়ার পরেই উদ্ধারকাজে তৎপর হয় প্রশাসন। তবে এখন পর্যন্ত মহিলাটির কোনও খবর পাওয়া যায়নি।এদিকে মহিলাটির বেঁচে থাকা নিয়েও সংশয় প্রকাশ করেছে প্রশাসন।