দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, আইফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড
A huge fire broke out at the famous Eiffel Tower in Paris

Truth of Bengal: প্যারিস নাম শুনলেই যেন যেতে ইচ্ছে করে। সুইজারল্যান্ড আর প্যারিস যাওয়া ভ্রমণ পিপাসুদের কাছে যেন এক স্বপ্নের দেশ। এই প্যারিস দেশের সবচেয়ে মূল আকর্ষণ আইফেল টাওয়ার। যা দেখতে প্রত্যেকদিন এই ফরাসি দেশে ভিড় করে থাকেন হাজার হাজার ভক্ত।
চলছে উৎসবের মরসুম। বিশ্ব জুড়ে সকলেই মেতে উঠেছেন ক্রিসমাসে। আর কিছু দিন পরেই বর্ষবরণ উৎসব। তাই বছরের শেষ টুকু চেটেপুটে নিতে চাইছেন দেশ তথা বিদেশের প্রত্যেকে। তবে এই উৎসবের আবহে ঘটে গেল এক অঘটন। ক্রিসমাসের ঠিক আগে জনপ্রিয় এই আইফেল টাওয়ারে দেখা গেল আগুন।
The Eiffel Tower has reopened following a fire incident that prompted the evacuation of approximately 1,200 people. The fire was reportedly caused by overheating cables.#EiffelTower #Eiffel_Tower #eiffeltowerfire #Eiffel pic.twitter.com/vme7ynaFNv
— Chinna Chinna Asai (@chennaitodaynew) December 25, 2024
জানা গেছে টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় স্থানের মধ্যবর্তী অঞ্চলে দেখা দিয়েছে আগুন। যে আগুন দেখে রীতিমত চমকে গিয়েছেন প্রায় হাজার দর্শক। আগুন দেখা মাত্র সেখানকার প্রশাসনের সহায়তায় প্রায় ১ হাজার ২০০ জনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে গিয়েছিল দমকল বাহিনী। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্ত অনুযায়ী এলিভেটর কেবল থেকেই মূলত আগুন লাগার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গতও, আইফেল টাওয়ারে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার আগুন লাগার ঘটনা ঘটেছে। আইফেল টাওয়ার এতটাই জনপ্রিয় যে প্রতিবছর এখানে প্রায় প্রত্যেক দিন ১৫ থেকে ২০ হাজার পর্যটকদের ভিড় ঢলে পড়ে। ফলে স্বাভাবিক ভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই বলে জানিয়েছে প্রশাসন।