গাজায় ইজরায়েলের হামলায় ৮৪ জনের মৃত্যু, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়
84 dead in Israel's attack on Gaza, a storm of criticism around the world

Truth Of Bengal: গাজায় ইজরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। শুক্রবার উত্তর গাজায় তেল আবিবের বিমান হামলায় অন্তত ৮৪ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৫০ জন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রক এই হামলাকে ‘নৃশংস গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে।
এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও গাজার ওপর হামলা থামছে না। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার পণ করেছেন। এদিকে, এই সংঘাতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের প্রাণহানির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন উত্তর গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইজরায়েলের বিমানবাহিনী হামলা চালায়। এই হামলায় প্রাণ হারিয়েছে মাত্র এক মাসের একটি শিশু ও তার মা। পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। আহত ব্যাক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা, যেখানে স্বজনহারা কান্নার রেশ বয়ে যাচ্ছে।
ইজরায়েলের সেনাবাহিনী আগেই অভিযোগ করেছে যে, গাজার হাসপাতাল, শরণার্থী শিবির, স্কুল এবং ধর্মীয় স্থানে হামাসের জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ছবি ও ভিডিও প্রকাশ করে প্রতিরক্ষা বাহিনী। কিন্তু এই অবস্থায় সাধারণ মানুষের মৃত্যু ঘটছে এবং গাজার স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে হাসপাতালে মৃতদেহের চাপ উপচে পড়ছে এবং ওষুধের সংকট দেখা দিয়েছে।
এদিকে, হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার, যিনি গাজার উপরে ইজরায়েলি হামলার প্রধান লক্ষ্য ছিলেন, কয়েকদিন আগে এক হামলায় নিহত হয়েছেন। এর আগে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহও ইরানে খুন হন।
মিশর, কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলি এই সংঘাত থামানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু নেতানিয়াহুর অবস্থানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। গাজায় মৃত্যুর সংখ্যা ৪৩ হাজারের উপরে পৌঁছে গেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়াচ্ছে।