আন্তর্জাতিক

ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লক্ষ টাকা আত্মসাৎ !

ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর জেরে এবার গ্রেফতার করা হল ৩ জনকে। ঘটনাটি ফেনীর। জানা গেছে, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে একজন অভিযুক্ত ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশিকুর রহমানের আদালতে জবানবন্দি দিয়েছেন।

অপরদিকে, গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার ও চট্টগ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন চট্টগ্রামের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা গ্রামের মোহাম্মদ ইকবাল, কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর সিকদারপাড়া গ্রামের আরিফ উল্যাহ এবং একই উপজেলার ইউনুছখালী গ্রামের রকিবুল হাসান। তাঁদের মধ্যে মোহাম্মদ ইকবাল আদালতে জবানবন্দি দেন।

পাশাপাশি, পুলিশ সূত্রে খবর, গত ১৬ জানুয়ারি রাতে ব্র্যাক ব্যাংকের ফেনী শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৭ লাখ টাকা অন্য দুটি ব্যাংক হিসাব ও দুটি বিকাশ নম্বরে স্থানান্তর করা হয়। ওই গ্রাহক মুঠোফোনে খুদে বার্তা পেয়ে বিষয়টি জানতে পারেন। ৩ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী গ্রাহক।

Related Articles