আন্তর্জাতিক

গ্রেনেড হামলায় ২১ ইসরায়েলি সেনা নিহত, যুদ্ধবিরতি চুক্তির আবেদন নেতানিয়াহু সরকারের কাছে

21 Israeli soldiers killed in grenade attack, Netanyahu government appeals for cease-fire agreement

The Truth Of Bengal: গাজায় বহুতল ধ্বংস করতে গিয়ে গ্রেনেড হামলায় ২১ ইসরায়েলি সেনা নিহত। দুটি বহুতল উড়িয়ে দিতে ইসরায়েলি সেনা বিস্ফোরক প্রস্তুত করছিলেন। সেই সময় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংকের কাছে রকেট–চালিত গ্রেনেড হামলা করা হয়। একসঙ্গে গ্রেনেড আর বহুতলে মজুত বিস্ফোরকের বিস্ফোরণ ঘটে। ধসে পড়া ওই বহুতলের ভেতরে থাকা সেনাসদস্যেরাও ধ্বংসস্তূপে চাপা পড়েন।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে তিন মাস ধরে চলা যুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছেন তাদের সেনাসদস্যেরা। এতে অন্তত ২১ সেনা নিহত হয়েছেন।  সেনাদের বিপুল ক্ষয়ক্ষতি ইসরায়েলকে নতুন এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তাদেরকে গাজায় অভিযান সাময়িক স্থগিত, এমনকি বন্ধও করতে হতে পারে বলে জানাগিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার ক্ষমতাসীন হামাসকে নিশ্চিহ্ন ও শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। নেতানিয়াহুর এই দুই লক্ষ্যের কোনোটিই আদৌ অর্জন করা সম্ভব কি না, তা নিয়ে ইসরায়েলিদের মধ্যে এখন সংশয় দেখা দিয়েছে।

হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার ও তাঁদের সমর্থকেরা যুদ্ধবিরতির চুক্তি করতে নেতানিয়াহু সরকারের কাছে দাবি জানাচ্ছেন। তাঁরা বলছেন, হামাসের হাতে বন্দী স্বজনদের জীবিত ফেরত পাওয়ার সময় ফুরিয়ে আসছে। সোমবার এর প্রতিবাদে বন্দীদের স্বজনেরা ইসরায়েলি পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ করেন ও তাঁদের প্রিয়জনদের মুক্ত করতে চুক্তি করার দাবি জানান।

Free Access