বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে গুগল ডুডল, মুক্তিযুদ্ধের সম্মানে লাল ও সবুজ প্রাণবন্ত প্রদর্শন

The Truth Of Bengal Desk: স্বাধীনতার এক ভয়াবহ ইতিহাসে সাক্ষী বাংলাদেশ। বহু মানুষের রক্ত ঝড়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নামে। ১৯৭১ সালের ২৬শে মার্চ, পাকিস্তানি বাহিনীর নৃশংস দমন-পীড়নের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশে সার্বভৌম জাতি হিসেবে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়। এবং সেই ২৬ মার্চ গুগল ডুডল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করছে আনন্দের সঙ্গে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গুগল তার হোম পেজে বাংলাদেশের জাতীয় পতাকার ন্যায় লাল ও সবুজ রঙের প্রদর্শন করে।
গুগল ডুডল এবিষয়ে বলেন,“আজকের ডুডল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করছে। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে এই দিনে স্বাধীনতা ঘোষণা করার মুহূর্তটিকে সরকারী ছুটির দিন হিসেবে চিহ্নিত করে।”
পাকিস্তানের সামরিক বাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে গোটা দেশ এবং বিশ্বব্যাপী এই দিনটিকে অত্যন্ত জমজমাটভাবে পালিত করে থাকেন। স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন ত্যাগ করেছেন তাদের স্মরণে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আজকের দিনে। তাই ২৬মার্চ দিনটি ইতিহাসের পাতায় যথেষ্ট তাৎপর্য বহন করে থাকে। তাই এই সম্মান জানাতে ডুডল থেকে এই পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।