দেশ

আস্থা ভোটের জয়ী আপ, বিজেপিকে নিশানা কেজরির

Win up vote Aam Aadmi Party

The Truth of Bengal: আপ ভাঙতে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেছে। দিল্লির সরকার ভাঙতে সব ধরনের প্রয়াস চালাচ্ছে। দলীয় বিধায়কদের মোটা টাকা অফার করা হয়েছে। বহুবার এই অভিযোগ করেছে, দিল্লির শাসক দল আম আদমী পার্টি। লোকসভা নির্বাচনের আগে সরকার ভাঙার চক্রান্ত আরও জোরদার হওয়ার আশঙ্কা  করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে বারবার ইডির তলব। গত বুধবার ষষ্ঠবার কেজরিকে তলব করে ইডি। আগামী সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। এরকম প্রেক্ষাপটে আস্থা ভোটে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। তা সত্ত্বেও আবারও আস্থা ভোটে নিজে থেকে গিয়েছিলেন। শনিবার সেই আস্থা ভোটে জয়ী হলেন।

এদিন আম আদমি পার্টির ৬২ জন বিধায়কের মধ্যে ৫৪ জন উপস্থিত ছিলেন। ধ্বনি ভোটে আস্থা ভোটে জয়ী হন তিনি। যেখানে সংখ্যাগরিষ্ঠ সরকার সেখানে কেন ফের এই আস্থা ভোট? রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে লোকসভা ভোটের আগে নিজের শক্তি প্রদর্শন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সরকার ভাঙার খেলা রুখতেই দিল্লির মুখ্যমন্ত্রীর এই রণকৌশল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের। আপ বিধায়কদের ভাঙাতে বিজেপি লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ দলীয় বিধায়কদের ২৫ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপিতে যোগ দিতে।

দলের ৭ বিধায়ককে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছে। লোকসভা নির্বাচনের আগে এই ধরনের অপচেষ্টা রুখতে মরিয়া আপ। এদিন রাস্তা ফুটে, জয় পাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। কেজিরির হুঁশিয়ারি বিজেপি মুক্ত ভারত গড়তে সব ধরনের চেষ্টা চালানো হবে। বিধানসভায় ভাষণ দিতে গিয়ে এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন কেজরিওয়াল। কেন্দ্র হাসপাতাল গুলিতে ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর কটাক্ষ, যারা ‘রামভক্ত’ বলে দাবি করে তারাই হাসপাতালে গরিব মানুষদের ওষুধ দেওয়া বন্ধ করে দেয়।

Related Articles