দেশ

ঝাড়খণ্ডে পালাবদল হবে কি? শুরু প্রথম দফার ভোটগ্রহণ

Will there be a change in Jharkhand? First phase of voting begins

Truth Of Bengal: ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনে কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ঝাড়খণ্ডের ক্ষমতা ধরে রাখতে পারবে, না কি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করবে, তা জানা যাবে ২৩ নভেম্বর। আজ, বুধবার থেকে ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে, যেখানে ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে ভোট হচ্ছে। এই পর্বে ৬৮৩ জন প্রার্থী নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফায় ঝাড়খণ্ডে ১৫,৩৪৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মাওবাদী উপদ্রবপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি চলছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথ পাহারা দেওয়া থেকে শুরু করে এলাকায় টহল দিচ্ছেন।

ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসতে মরিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ঝাড়খণ্ডে সফর করে ‘ইন্ডিয়া’ জোট এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁরা বলেছেন, জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের সরকার আদিবাসীদের জমি দখলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করছে। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন হেমন্ত সোরেন।

এই রাজনৈতিক চাপান-উতোরের মধ্যেই বুধবার চলছে প্রথম দফার ভোট। এই পর্বে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন ও তাঁর পুত্র বাবুলালসহ আরও বিশিষ্ট প্রার্থীরা লড়াইয়ে আছেন। কংগ্রেসের প্রার্থী হিসেবে মাঠে আছেন প্রাক্তন আইপিএস ও এআইসিসির সাধারণ সম্পাদক অজয় কুমার এবং হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য রামেশ্বর ওরাওঁ।

ঝাড়খণ্ডে শেষ পর্যন্ত কোন দল ক্ষমতায় আসবে, তা জানার অপেক্ষায় এখন গোটা দেশ।

Related Articles