
The Truth of Bengal: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে শুরু হয়েছে পাঁচ রাজ্যের ভোটগ্রহণ পর্ব। ৭ নভেম্বর ছত্তীসগঢ়ের ২০ আসনে ভোট গ্রহণ হয়েছিল। শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে। ছত্তীসগঢ়ের বাকি থাকা ৭০ আসনে এবং মধ্য প্রদেশের ২৩০টি আসনে ভোট হচ্ছে।
মধ্যপ্রদেশে বিজেপি নিজেদের গদি ধরে রাখতে পারে কি না, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল। অন্যদিকে ছত্তীসগঢ়ের তখত থেকে কংগ্রেসকে হঠাতে মরিয়া বিজেপিও।সকাল থেকেই সংশ্লিষ্ট দুটি রাজ্যের ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে।
কমিশন সূত্রের খবর, ভোট গ্রহণের প্রথম এক ঘণ্টা কেটেছে নির্বিঘ্নেই। এখনও পর্যন্ত বড় ধরনের কোনও গোলমালের খবর নেই। ভোটকে কেন্দ্র করে প্রতিটি বুথেই কড়া নজরদারির বন্দোবস্ত রয়েছে।
Free Access