দেশ

ওয়েনাড়ে শান্তিতে মিটল ভোট, ‘জিতব’ নিশ্চিত প্রিয়াঙ্কা

Voting ends peacefully in Wayanad, Priyanka confident of 'winning'

Truth Of Bengal: আজকের ভোটে অন্যতম নজরকাড়া আসন কেরলের ওয়েনাড়। এই লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শেষ হল ভোটদানের প্রক্রিয়া। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.৭৯ শতাংশ। মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট মিটল ওয়েনাড়ে।

প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে রায়বরেলি এবং ওয়েনাড়, এই দুই কেন্দ্র থেকে লড়েছিলেন রাহুল গান্ধী। মা সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া আসন রায়বরেলিতে জিতেছেন, ধরে রাখতে সক্ষম হয়েছিলেন ওয়েনাড়ও। এই দুই আসনের মধ্যে শেষ পর্যন্ত রায়বরেলিকেই আপন করে নিয়েছেন কংগ্রেস নেতা। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, তবে কি এবার সংসদীয় রাজনীতিতে পা রাখবেন প্রিয়াঙ্কা?

তিনিই লড়বেন ওয়েনাড় থেকে ? সেই জল্পনাই সত্যি হয়। দলের তরফে তাঁকেই করা হয় প্রার্থী। প্রচারের ময়দানে কোনওরকম খামতি রাখেননি প্রিয়াঙ্কা। দাদার ছেড়ে যাওয়া আসন জিততে মরিয়া হয়ে ওঠেন কংগ্রেস নেত্রী। ওয়েনাড়ের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন পাশে থাকার। প্রচারে তাঁর সঙ্গে দেখা গেছে রাহুলকেও। এদিন ভোটপর্ব মিটতেই প্রিয়াঙ্কা জানান, জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি।

Related Articles