পুরী ঘুরতে যাওযার আকর্ষণ আরও দ্বিগুণ, এবার চালু হচ্ছে ভিস্তা ডোম ট্রেন
Vistadome train puri to konark

The Truth of Bengal: বাঙালীর কাছে বেড়াতে যাওয়ার নাম মানেই দিপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিঙ। চটপট ব্যাগ গুছিয়ে বেড়িয়া পড়া মানে এই অপশান ছাড়া ভালো অপশন আর হয় না। জগন্নাথ মন্দিরে ঘুরে তার পাশাপাশি কোনারকের সূর্য মন্দিরে একবার হলেও ঘুরে আসতে চান দর্শকরা। এবার সেই রাস্তাই ভ্রমণপিপাসুদের কাছে আরও সুগম করতে বড় চমক কন্দ্রের। পুরী থেকে কোনারক পর্যন্ত এবার মিলবে ভিস্তা ডোম ট্রেনের পরিষেবা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন, শীঘ্রই এই পরিষেবা চালু হতে চলেছে।
যার জেরে অত্যাধুনিক ট্রেনে এই রাস্তা ভ্রমণের সুযোগ পেতে চলেছেন পর্যটকরা। রেলমন্ত্রীর কথায়, পুরী থেকে কোনারক পর্ষন্ত এই ট্রেন পরিষেবার চাহিদা বহুদিনের। ইতিমধ্যেই এই লাইনে রেলপরিষেবার জরুরী ছাড়াপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী। জানান অশ্বিনী বৈষ্ণব। জানা যাচ্ছে, পুরী-কোনারক লাইনে ভিস্তা ট্রেন পরিষেবার শুরুর জন্য ৪৯২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। বিশেষভাবে সজ্জিত এই ভিস্তা ট্রেনগুলির কামরা সাধারণত শীততাপ নিয়ন্ত্রিত হয়। কামরার মাথার উপর কাঁচের বাইরে খোলা আকাশ দেখার সুযোগ থাকে।
প্রতিটি ট্রেনেই সাধারণত পাঁচটি কোচ থাকে। আসন সংখ্যা মোট ৪৪টি। একদিকের চেয়ারে বসেই অপর দিকের জানালা থেকে বাইরের দৃশ্যও উপভোগ কতে পারে পর্যটকরা। প্রসঙ্গত, প্রতিদিনই প্রায় হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে পুরীর মন্দিরে। সারাবছরই জগন্ন্থাদামে পর্যটকদের ভিড় লেগেই থাকে। সঙ্গে কোনারকের সূর্য মন্দিরেও উপচে পরে মানুষের ভিড়। এবার ভিস্তা পরিষেবা এই লাইনে চালু হলে পর্যটকদের সংখ্যা সেখানে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।