দেশ

২৬/১১ হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানার প্রত্যর্পণে সবুজ সংকেত আমেরিকার

US gives green light to extradition of Tahaur Rana, one of the accused in 26/11 attacks

Truth Of Bengal: ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্টের পদে বসতেই ভারতের জন্য বড় কূটনৈতিক সাফল্যের ঘোষণা এল। মার্কিন সুপ্রিম কোর্ট ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানা বর্তমানে লস অ্যাঞ্জেলসের ডিটেনশন সেন্টারে বন্দি।

মুম্বই হামলায় ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যু এবং ছয়জন মার্কিন নাগরিকের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রানার বিরুদ্ধে ২০২৩ সালে মুম্বই পুলিশের বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়। সেই মামলার ভিত্তিতেই মার্কিন সুপ্রিম কোর্ট রানার প্রত্যর্পণের আবেদন মঞ্জুর করেছে। এই সিদ্ধান্ত ভারতের কূটনৈতিক দিক দিয়ে একটি বড় জয় বলে উল্লেখ করেছেন আইনজীবী উজ্জ্বল নিকম। তিনি বলেন, “মার্কিন আদালত রানার আবেদন খারিজ করেছে, এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রাম্প প্রশাসন অভিযুক্তকে দ্রুত ভারতে পাঠাবে বলে আমি আশাবাদী।”

পাক জঙ্গি সংগঠন লস্করের সদস্য ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রানা। তদন্তে উঠে এসেছে, মুম্বই হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে হেডলিকে সাহায্য করেছিল রানা। হামলার বিষয়ে সব তথ্য জানা সত্ত্বেও সে তা গোপন করে। পরবর্তীকালে তদন্তকারীদের কাছে নিজের ভূমিকার কথা স্বীকার করে নেয় হেডলি।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই শহরের একাধিক জায়গায় হামলা চালায় দশজন জঙ্গি। সেই ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের, আহত হন অসংখ্য মানুষ। রানাকে ২০১৩ সালে আমেরিকার একটি আদালত ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিল। ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও ভারতের প্রত্যর্পণের আবেদনের ভিত্তিতে তাকে ফের গ্রেফতার করা হয়। মুম্বই পুলিশের চার্জশিটের পর আমেরিকা রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করে।

মার্কিন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রানাকে ভারতে প্রত্যর্পণ করলে মুম্বই হামলার ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনা আরও সহজ হবে।

Related Articles