দেশ

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে লাগবে জিএসটি! কি জানাল কেন্দ্র?

UPI transactions worth Rs 2,000 to attract GST! What did the Centre say?

Truth of Bengal: গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি দাবি—ইউপিআই (UPI) দিয়ে যদি ২ হাজার টাকার বেশি পেমেন্ট করা হয়, তাহলে নাকি ১৮ শতাংশ জিএসটি (GST) দিতে হবে! এই খবরে অনেকেই চিন্তিত হয়ে পড়েন।

তবে কেন্দ্রীয় সরকার একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই খবর মিথ্যা। অর্থ মন্ত্রক ও কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) বলেছে, ইউপিআই পেমেন্টে জিএসটি বসানোর কোনো পরিকল্পনাই নেই সরকারের।

এই ধরনের ভুল তথ্য ছড়ানোর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ, বর্তমানে অনেকেই প্রতিদিনের কেনাকাটায় ইউপিআই-এর ওপর নির্ভর করেন। দোকান, বাজার থেকে শুরু করে অনলাইন অর্ডার—সব জায়গাতেই ইউপিআই পেমেন্ট এখন সাধারণ বিষয়।

সরকার বলছে, যেসব ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা অন্য কোনো চার্জ নেওয়া হয়, সেখানে কিছু ক্ষেত্রে জিএসটি প্রযোজ্য হতে পারে। কিন্তু সাধারণ গ্রাহকদের ইউপিআই লেনদেনে কোনো জিএসটি লাগবে না।

সরকার অনুরোধ করেছে, সবাই যেন যাচাই না করে এমন গুজবে কান না দেয় এবং সরকারিভাবে প্রকাশিত তথ্যেই বিশ্বাস রাখে।

Related Articles