
The Truth of Bengal: ২০২৬ এ ভারতে চালু হচ্ছে বুলেট ট্রেন। বড় আপডেট দিলেন রেলমন্ত্রী। ভারত বর্ষের কাছে স্বপ্নের ট্রেন হল বুলেট ট্রেন। জাপান , চিন রয়েছে এই ধরনের উন্নত মনের ট্রেন। এই ট্রেন চালু করার প্রথম উদ্যোক্তা ছিল মোদী সরকারের।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, করোনাকালের আগের সময়ের তুলনায় ট্রেনের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। আগে যেখানে ১৭৬৮টি মেইল/এক্সপ্রেস সার্ভিস ছিল, সেখানেই বর্তমানে ২১২৪টি এক্সপ্রেস ট্রেন চলে। বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট মিলল।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানালেন, আগামী ২০২৬ সালের মধ্যেই ভারতে প্রথম বুলেট ট্রেন চালু হবে। পাশাপাশি কবচ সিস্টেম নিয়ে দেশের রেলওয়ে নেটওয়ার্ককে আরও মজবুত করতে একাধিক পরিকল্পনার ঘোষণাও করেন তিনি। রেল পথ যাতে আরো উন্নতি হয় , সেই দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হচ্ছে। তিনি আরও জানান প্রথম বুলেট ট্রেন চলবে গুজরাটে । বুলেট ট্রেন ভারতীয় রেল নেটওয়ার্কে আমূল পরিবর্তন আনবে। পাশাপাশি রেল দুর্ঘটনা এড়াতে মজবুত করা হচ্ছে কবচ সিস্টেম, যা মুখোমুখি রেল সংঘর্ষ আটকে দেবে।
একইসঙ্গে কাজ চলছে গজরাজ সিস্টেম নিয়েও। ভারতীয় রেলের তরফে এই প্রযুক্তি আনা হচ্ছে হাতির সঙ্গে ট্রেনের সংঘর্ষ রুখতে। দেশের আরও বিভিন্ন প্রান্তে নতুন রেল নেটওয়ার্ক তৈরির কথাও বলেন রেলমন্ত্রী। বুলেট ট্রেন প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ১০০ কিলোমিটার রেলপথের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ২৩০ কিলোমিটার পথে কাজ চলছে। বুলেট ট্রেন ভারতীয়দের কাছে এক অন্যতম প্রাপ্তি। সমস্ত দেশবাসী আশাবাদী হয়ে আছে বুলেট ট্রেন এর দিকে।