দেশ

‘কান খুলে শুনে রাখো’, BSF-কে প্রকাশ্যে হুমকি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

Santanu Threats BSF

The Truth of Bengal: নিশানায় বিএসএফ। আর নিশানা যিনি করছেন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। প্রকাশ্য মঞ্চ থেকে সীমান্তরক্ষী বাহিনীকে ‘হুমকি’ দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। BSF তৃণমূলের লোকজনকে ছাড়পত্র দিচ্ছে আর বিজেপি-র লোকজনকে দিচ্ছে না। এই অভিযোগ তুলে বসিরহাটের স্বরূপনগরে দলীয় সভার মঞ্চে দাঁড়িয়ে এই অভিযোগ তুলে নিশানা করেন বিএসএফ-কে। বিএসএফ-কে প্রকাশ্য মঞ্চ থেকে ‘হুমকি’ দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। BSF তৃণমূলের লোকজনকে ছাড়পত্র দিচ্ছে আর বিজেপি-র লোকজনকে দিচ্ছে না। তাই তিনি আক্রমণ করেন বিএসএফ-কে।

সীমান্ত এলাকার মানুষের চলাফেরায় অনেক বিধিনিষেধ আছে। হাকিমপুর এলাকার অনেক জায়গায় জনপ্রতিনিধিদের কাছ থেকে আনা স্লিপ দেখালে ছাড় দেয় বিএসএফ। শান্তনুর অভিযোগ, পঞ্চায়েত প্রতিনিধির দেওয়া স্লিপ দেখালে ছাড় দেওয়া হচ্ছে তৃণমূল সমর্থকদের। এই অভিযোগ করে তিনি বিএসএফ-কে নিশানা করেছেন। শান্তনুর হুঁশিয়ারি, এবার সাংসদ হিসেবে তিনি যে স্লিপ দেবেন, তা আটকালে BSF-এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বলেছেন, এমন হলে তিনি বুঝে নেবেন।

স্বরূপনগরের সভায় দাঁড়িয়ে শান্তনু ঠাকুর BSF-এর উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃণমূলের দেওয়া স্লিপ দেখালে সীমান্তে ছাড় মিলছে। অথচ বিজেপি কর্মীদের ক্ষেত্রে মিলছে না। এবার সাংসদ হিসেবে আমি স্লিপ দেব, যে এত কেজি মাল নিয়ে যেতে পারবে। সেই স্লিপ BSF-কে দেখাবেন। এর পর আটকালে BSF-এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি বুঝে নেব। এটা বাংলাদেশ নয়, এটা সীমান্তের এপার, ভারত। সাংসদের স্লিপের গ্যারান্টি শতগুণ বেশি। ১ লক্ষর বেশি ভোটে জিতেছি। তাই BSF-কে বলছি, কান পেতে শুনে রাখুন। সব রিপোর্ট পাচ্ছি। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে থাকুন। আমার বাইরে লাইন দেবেন, আমি স্লিপ দেব। নাটক চলছে এলাকায়। সব নাটক বন্ধ করে দেব আমরা।‘

বিএসএফ আর তৃণমূলকে জড়িয়ে ঘৃণ্য রাজনীতির অভিযোগ তুলে শান্তনু ঠাকুরকে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল। এলাকার বিথারি হাকিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুদ্দিন গাজির প্রশ্ন, একটা স্লিপ আনতে ৪৫ কিমি দূরে শান্তনু ঠাকুরের বাড়ি যেতে হবে?

অন্যদিকে, তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছেন, ‘বিএসএফ-এর কাজে নাক গলানো উচিত নয়। বিএসএফ-কে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া উচিত।‘ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এমনই রাজনৈতিক পাঠ দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়।

দেশ পাহার দেওয়ার কাজ করেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সেই সীমান্তরক্ষী বাহিনী কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের অধীনে। যে দফতরের মন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী যে ভাবে বিএসএফ-কে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চ্যালেঞ্জ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles