মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণে আহত দুই সেনা
Two soldiers were injured in an IED blast by Maoists

Truth Of Bengal: নারায়ণপুরে মাওবাদীদের লাগানো আইইডি বিস্ফোরণে দুই সেনা জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, জওয়ানরা কচ্ছপল থেকে রাস্তা নির্মাণ কাজের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। আহতদের চিকিৎসার জন্য নারায়ণপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোহকামেটা থানা এলাকায়। এসপি প্রভাত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য অনুসারে, পুলিশ দু’দিন আগে নারায়ণপুর জেলার আবুজমাদের কাচ্ছপালে বেস ক্যাম্প খুলেছিল এবং ডিআরজি কর্মীরা ক্যাম্পে প্রবেশের রাস্তা তৈরিতে ব্যস্ত ছিল।
এদিকে মাওবাদীরা একটি আইইডি বোমা পুঁতে রেখেছিল, রাস্তা নির্মাণের নিরাপত্তায় নিয়োজিত সেনারা এতে আক্রান্ত হন। এতে দুই সেনা আহত হয়েছেন।এক জওয়ান পায়ে গুরুতর চোট পেয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের নারায়ণপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। যেখানে সেনাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, পরে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসপি প্রভাত কুমার। আহত সেনাদের নাম ঘাসিরাম ও জনক প্যাটেল।