দেশ

মোট ১৪৩ জন! বুধবার ফের দুই সাংসদকে সাসপেন্ড

two mps were suspended again on wednesday

The Truth Of Bengal : এখনও শেষ হয়নি সাসপেনশন-পর্ব। বুধবার আরও দুই সাংসদকে সাসপেন্ড করা হল। এদিন সাসপেন্ড হওয়া দুই সাংসদই কেরলের। প্রথম জন আলাপুঝার সিপিএম সাংসদ এএম আরিফ। দ্বিতীয় জন হলেন আঞ্চলিক দল কেরল কংগ্রেসের সাংসদ টমাস চাজিকাদন। চলতি শীতকালীন অধিবেশনে চারদিন লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হল। দেশের ইতিহাসে স্বাধীনতার পর একসঙ্গে এত সাংসদকে সাসপেন্ডের ঘটনা নজিরবিহীন।

গত ১৪ ডিসেম্বর শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছিল ১৫ জন সাংসদকে। তাঁদের মধ্যে ১৪ জন ছিলেন লোকসভা, আর ১ জন ছিলেন রাজ্যসভার সাংসদ। তারপর সোমবার মোট ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। সোমবার প্রথমে লোকসভা থেকে ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। পড়ে রাজ্যসভা থেকে ৪৫ জনকে সাসপেন্ড করেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। মঙ্গলবার আবার ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এবার আরও দুই সাংসদকে সাসপেন্ড করা হল।

চলতি অধিবেশনে বাকি দিনগুলিতে আর অধিবেশনে থাকতে পারবেন না সাসপেন্ড হওয়া সাংসদরা। যা নিয়ে প্রতিবাদ জারি আছে বিরোধীদের। কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলায় কণ্ঠ অবরুদ্ধ করে দেওয়ার জন্য এই শাস্তির খাঁড়া নেমে এসেছে বিরোধীদের ওপর। এই অভিযোগ তুলে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদ লোকসভা ভবনের বাইরে প্রতিবাদ জারি রেখেছেন। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে সরব হচ্ছেন।

 

FREE ACCESS

Related Articles