দেশ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বিহারে,অটো রিক্সার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একাধিক অটোযাত্রীর

Tragic road accident in Bihar

The Truth of bengal: ভয়াবহ সড়ক দুর্ঘটনা বিহারে। একটি অটো রিক্সার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একাধিক অটোযাত্রীর। আহত হয়েছে বহু মানুষ। দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে গেছে সদর  হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে রামগড়চক থানা এলাকার লক্ষ্মীসরাই জেলায়। অটো রিক্সায় ছিল ১৪ জন যাত্রী। তারা সকলেই একটি বিয়ের অনুষ্ঠান সেরে ফিরছিল। অটোটি যাচ্ছিল লক্ষ্মীসরাই থেকে সিকান্দ্রারের দিকে।

সেই সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে অটোর। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সম্ভাবনা। আহত ৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃতদের মধ্যে অনেকেই জামালপুরের বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছে বীর পাসোয়ান, বিকাশ কুমার, বিজয় কুমার, দিবানা পাসওয়ান, অমিত কুমার, কিষান কুমার, মনু কুমার, ও মনোজ গোস্বামী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খোদ অটো চালকের।

কি করে এই মর্মান্তিক দুর্ঘটনা তার কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে পুলিশের কাছে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় এসে ধাক্কা মারে। ইতিমধ্যেই দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে অটোটি পুরো দুমড়ে গেছে। দুর্ঘটনার পর থেকেই ট্র্যাক চালক পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

Related Articles