দেশ

আবারও শিরোনামে তিরুপতি! পশুর চর্বি বিতর্কের মাঝেই প্রসাদে মিললো পোকা

Tirupati in the title again! In the midst of the animal fat debate, insects were found in Prasad

Truth Of Bengal: তিরুপতি মন্দিরের নামে একের পর এক অভিযোগ ভেসে আসছে। এবার চর্বি নয় চর্বির পরিবর্তে পোকা পাওয়ার নতুন অভিযোগ উঠে এল তিরুপতির প্রসাদে। সম্প্রতি গত কয়েক সপ্তাহ ধরেই পশুর চর্বি পাওয়া গিয়েছে বলে বিতর্ক চলছে। আর সেই আবহের মাঝেই আরও এক অভিযোগ তুললেন পুণ্যার্থীরা। তবে এবারে আর লাড্ডু নয়, এবার ভক্তদের জন্য পরিবেশিত প্রসাদের মধ্যে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির।

এবার পুণ্যার্থীরা অভিযোগ করেছেন, মন্দিরে পরিবেশন করা প্রসাদে পাওয়া গিয়েছে পোকা। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে, তাহলে মন্দির কর্তৃপক্ষ কেমন ভূমিকা পালন করছে, তাদের কাজ কর্ম কেমন। তারা কেমন খেয়াল রাখছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তিরুমালা তিরুপতি দেবস্থানম দাবি করেছেন, এমন কোনও ঘটনাই ঘটেনি। কোনও পোকাও প্রসাদে পাওয়া যায় নি।

এদিকে কর্তৃপক্ষের পাল্টা এমন দাবি যেন এই ঘটনাকে আরও উত্তপ্ত করে তুলেছে। কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার এই ঘটনাটি ঘটেছে। ওইদিন বেশ কিছু পুণ্যার্থী প্রসাদে তিনি পোকা পাওয়ার অভিযোগ জানিয়েছেন। অভিযোগ করার পাশাপাশি তারা দাবি করেছেন, এই ঘটনার নেপথ্যে যে বা যারা দায়ি তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম শাস্ত্রী হয়।

বিষয়টি যখন অনেক দূর এগিয়ে যায় তখন মন্দির কর্তৃপক্ষ এই উক্ত অভিযোগের তীব্র বিরোধিতা করে বলেন, এটি ‘সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন’। কর্তৃপক্ষ আরও জানান, এই মন্দিরে প্রতি দিন বহু পুণ্যার্থী প্রসাদ খান। তাদের খাবারে যদি পোকা পড়ে তাহলে তারা কী এটা দেখতে পাবে না? তারা এই অভিযোগের পাল্টা অভিযোগ করে বলেন, এটা একটা চক্রান্ত চলছে, এই মন্দিরকে কলুষিত করার। এটা শুধু ভক্তদের ভাবাবেগকে আঘাত করার একটা প্রচেষ্টা। তাই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে পুণ্যার্থীদের কাছে আবেদন জানানো হয়েছে যে, ‘‘আপনারা এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন খবরে গা ভাসিয়ে দেবেন না।’’

Related Articles