দেশ

হুইস্কি আইসক্রিম বিক্রির অভিযোগে হায়দরাবাদে গ্রেফতার তিন

Three arrested in Hyderabad for selling whiskey ice cream

Truth Of Bengal: শীত, গ্রীষ্ম, বর্ষা- সব মরসুমেই আইসক্রিম বেশ জনপ্রিয়। আইসক্রিমের আবার অনেক রকম ভাগও রয়েছে চকলেট, ম্যাংগো, স্ট্রবেরি, বাটারস্কচ আরও নানা রকমের আইসক্রিম রয়েছে বাজারে। এবার বাজারে মাদক আইসক্রিম? এমনই এক চাঞ্চল্যকর ঘটনা খবর পাওয়া গেছে হায়দরাবাদে।

আইসক্রিমে হুইস্কি মিশিয়ে বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল আবগারি দফতর। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের জুবিলি হিলসে। গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েকটি আইসক্রিম পার্লারে হানা দেয় আবগারি দফতর। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে আইসক্রিমে হুইস্কি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। হুইস্কি আইসক্রিমের বিক্রি ঘিরে শোরগোল পড়ে গিয়েছেল হায়দরাবাদে। বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল হুইস্কি আইসক্রিম। এই খবর পৌঁছায় আবগারি দফতর কাছে। এর পরই পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় আবগারি দফতর।

জুবিলি হিলসের বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালায় তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে তল্লাশি চালানোর সময় একটি দোকান থেকে প্রচুর মদ উদ্ধার হয়। এই ঘটনায় শরৎচন্দ্র রেড্ডি, দয়াকর রেড্ডি এবং শোভন নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কিভাবে এই হুইস্কি আইসক্রিম বানাতেন তারা? জানা গিয়েছে ১০০ মিলিলিটার হুইস্কির সঙ্গে ৬০ গ্রাম আইসক্রিম মিলিয়ে তা চড়া দামে বিক্রি করা হত। এই মাদক জাতিয় আইসক্রিম আর কোথায় কোথায় বিক্রি হয় পাশাপাশি কারা এর সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।