“তৃতীয় দফার সরকার নারী শক্তির উত্থানের নতুন অধ্যায় রচনা করবেঃ” প্রধানমন্ত্রী
"Third term government to write new chapter in women's empowerment:" Prime Minister

The Truth Of Bengal: আর এক-দুদিনের অপেক্ষা। এবার যে কোনও সময় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। লোকসভা ভোটের দিন ঘোষণার আগে বিভিন্ন রাজ্যে সরকারি প্রকল্পের ফেরি করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের নির্বাচনে নারীশক্তিকে বিশেষ গুরুত্ব দিতে চান প্রধানমন্ত্রী। ভোটের দিন ঘোষণার একেবারে দোরগোড়ায় নানা সরকারি প্রকল্প নিয়ে দেশের নারীদের বার্তা দিতে দেখা গেল তাঁকে। নতুন দিল্লির পুসায় ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে ‘নারী-বিকশিত ভারত’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, তৃতীয় দফার সরকার নারী শক্তির উত্থানের নতুন অধ্যায় রচনা করবে।
প্রধানমন্ত্রীর দাবি, গত এক দশকে ভারতে স্বনির্ভর গোষ্ঠীর প্রসার ঘটেছে উল্লেখযোগ্য ভাবে। এই গোষ্ঠীগুলি দেশে মহিলাদের ক্ষমতায়নের নয়া অধ্যায় রচনা করেছে। মহিলাদের কঠোর পরিশ্রম এই গোষ্ঠীগুলিকে দেশ গঠনে নেতৃত্বের ভূমিকায় এনে দিয়েছে। তাঁর জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
একদিকে পুসায় ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে ‘নারী-বিকশিত ভারত’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণের ঘোষণা করেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীগুলিতে মহিলাদের সংখ্যা ১০ কোটি পেরিয়ে গিয়েছে। তাঁর আমলে গত ১০ বছরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাপক প্রসার হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
FREE ACCESS