দেশ

সংবিধান থেকে বাদ যাবে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ! কি জানাল সুপ্রিম কোর্ট

The words 'socialist' and 'secular' will be removed from the Constitution! What did the Supreme Court say?

Truth Of Bengal: ১৯৭৬ সালে সংবিধানের ৪২তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি। এই দুটি শব্দ বাদ দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। তবে সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়।

আদালত জানায়, ১৯৪৯ সালের মূল সংবিধানের সঙ্গে ১৯৭৬ সালের সংশোধনীতে যুক্ত শব্দগুলোর কোনো মৌলিক অমিল নেই। প্রধান বিচারপতি খান্না বলেন, ১৯৭৬ সালের সংশোধনীতে এই শব্দ দুটি যুক্ত হলেও, তার অর্থ ও উদ্দেশ্য মূল সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি ব্যাখ্যা করেন, ভারতে ‘সমাজতন্ত্র’ শব্দটি মানে হলো একটি কল্যাণকর রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ পান। অন্যদিকে, ‘ধর্মনিরপেক্ষতা’ ভারতীয় সংবিধানের ভিত্তি হিসেবে গণ্য হয়।

প্রধান বিচারপতি আরও বলেন, ভারতের সমাজতন্ত্র অন্য দেশের সমাজতন্ত্র থেকে আলাদা। এটি একটি সেবামূলক রাষ্ট্রব্যবস্থা, যা নাগরিকদের কল্যাণে কাজ করে। উল্লেখ্য, ১৯৭৬ সালে ইন্দিরা গান্ধীর সরকার ৪২তম সংশোধনী আনেন, যার ফলে ‘সমাজতন্ত্র’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ দুটি সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়। এর আগে প্রস্তাবনায় উল্লিখিত ছিল ‘সার্বভৌম’, ‘গণতান্ত্রিক’ এবং ‘প্রজাতান্ত্রিক’ শব্দগুলো। সুপ্রিম কোর্টের এই রায়ে সংবিধানের প্রস্তাবনা নিয়ে বিতর্কের অবসান ঘটল।

Related Articles