দেশ

মদ্যপানে অতিষ্ঠ এলাকাবাসী,ঝাঁটা হাতে তুলে নিলেন মহিলারা

The women took up the brooms in the hands of the locals who were too drunk

Truth of Bengal: রাত বাড়লেই বারে একদল মদ্যপ মানুষের অত্যাচার। অতিষ্ঠ এলাকাবাসী। বারবার অভিযোগ জানিও কোন লাভ হয়নি। সমাধানের পথ বার করতে হাতে ঝাঁটা তুলে নিলেন মহিলারা। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। স্থানীয়দের অভিযোগ লালঝি পাড়া ও কান্দিভালি এলাকায় এই সমস্যা দীর্ঘদিনের। সেখানে প্রায়শই দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করছেন কিছু লোক।

একাধিকবার এলাকার মহিলারা নানাভাবে বারণ করল কোন সুরাহা মেলেনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন মহিলারা। বাধ্য হয়ে তারা উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। অস্ত্র হিসাবে হাতে তুলে নেন ঝাঁটা। প্রতিবাদের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা মদ্যপ ব্যক্তিদের দিকে পেরে যাচ্ছে। কয়েকজন প্রকাশ্যে মদ খেতে শুরু করলে তাদের দিকে তেড়ে যায় ঝাঁটা হাতে মহিলারা। ভিতু হয়ে পড়েন মদ্য ব্যক্তিরা, মহিলাদের প্রতিবাদে এলাকা ছেড়ে পালান। নারী নিরাপত্তার ইস্যুতে যখন উত্তাল গোটা দেশ তখন মহিলাদের এ ধরনের প্রতিবাদে সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানান নেট নাগরিকরা। সাহসিকতা দৃঢ় মনোভাব ও সঠিক সিদ্ধান্তের প্রশংসা করে মন্তব্য করেছেন অনেকেই।

Related Articles