আগুন লাগা যুদ্ধজাহাজ INS ব্রহ্মপুত্র হেলে পড়ল একদিকে, সলিল সমাধি হওয়ার পথে
The warship INS Brahmaputra fell to one side on fire, on the way to Salil Samadhi

The Truth Of Bengal : আগুনে পুড়ে যাওয়ার পর এবার সাগরের জলে ডুবতে বসেছে যুদ্ধজাহাজ INS ব্রহ্মপুত্র। রক্ষণাবেক্ষণের সময় মুম্বইয়ে নৌবাহিনীর ডক ইয়ার্ডে ওই যুদ্ধজাহাজটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ যুদ্ধজাহাজের এক জুনিয়র নাবিক। বাকিদের নিরাপদে উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।
জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় আচমকাই আগুন লেগে যায় যুদ্ধজাহাজটিতে। দ্রুত দমকল বাহিনী ও যুদ্ধজাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আগুনে বিরাট ক্ষতি হয় যুদ্ধজাহাজটির। আগুন নিভে যাওয়ার পর দেখা যায় যুদ্ধজাহাজটি একদিকে কাত হয়ে যায়। অনেক চেষ্টা করেও জাহাজটিকে সোজা করা যায়নি। এখনও একদিকে হেলে পড়ে রয়েছে জাহাজটি।
কলকাতার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের ‘গার্ডেনরিচ শিপবিল্ডার্স’ তৈরি করেছিল এই যুদ্ধজাহাজ। প্রায় দুই দশক বয়স হয়ে গিয়েছে। ২০০০ সালের ১৪ এপ্রিল নৌবাহিনীতে যুক্ত হয় INS ব্রহ্মপুত্র। ইউরোপ, আফ্রিকা উপকূলে এবং ভূমধ্যসাগরে একাধিক রুদ্ধশ্বাস অভিযানে অংশ নেয় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ জাহাজটি। এখন জাহাজটি যে ভাবে একদিকে হেলে পড়েছে, সেখান থেকে সোজা করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি INS ব্রহ্মপুত্র ওই শ্রেণির প্রথম যুদ্ধজাহাজ। ওই যুদ্ধজাহাজ থেকে নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। মাঝারি পাল্লার যুদ্ধবিমান ধ্বংসকারী অস্ত্রশস্ত্র, ভূমি থেকে ভূমি ও ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো লঞ্চারে সজ্জিত যুদ্ধজাহাজটি। উপকূলীয় নিরাপত্তার সব ধরনের প্রযুক্তিই রয়েছে যুদ্ধজাহাজটিতে। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর ৩৮টি জাহাজ এবং ডুবোজাহাজ দুর্ঘটনায় পড়েছে। কেন বারবার এমন ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে।