দেশ

প্রথম বুলেট ট্রেনের স্টেশন, ট্রেন ছুটবে আমেদাবাদ থেকে মুম্বইয়ে

Bullet train

The Truth of Bengal: ভারতে প্রথম বুলেট ট্রেন চলবে আমেদাবাদ থেকে মুম্বইয়ের মধ্যে। তারই  প্রস্তুতি এখন জোর কদমে চলছে। একদিকে ট্রাক তৈরির কাজ যেমন চলছে সেই সঙ্গে চলছে স্টেশন তৈরির কাজ। সবচেয়ে বড় স্টেশনটি তৈরি হতে চলেছে আমেদাবাদের সবরমতী মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবে।  বিগত কয়েক মাস ধরেই জোড় কদমে চলছে মুম্বই ও আমেদাবাদ রুটে বুলেট ট্রেনের স্টেশন তৈরির কাজ। ভারতের বুকে এই প্রথম বুলেট ট্রেনের স্টেশন তৈরির কাজ চলছে আমেদাবাদে। তৈরি হয়েছে এই স্টেশন।

১ লক্ষ ৩৩ হাজার বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে হচ্ছে স্টেশনটি।আমেদাবাদ ও মুম্বইয়ের মত দুই বড় অর্থনৈতিক শহরকে যুক্ত করছে এই স্টেশন। আমেদাবাদ থেকে মুম্বই পৌঁছাতে ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।যা খুবই কম সময়ে পৌঁছে দেবে বুলেট ট্রেন । এই যাত্রার মধ্যে ২৬ কিলোমিটারের একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে যা তৈরি হয়েছে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে এবং বাকি ১০ কিলোমিটার নদীর উপর তৈরি হওয়া দীর্ঘ সেতুর উপর দিয়ে ছুটবে বুলেট ট্রেন।

ভূগর্ভস্থ স্টেশনটি ২০২৭ এর মধ্যে তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন ন্যাশেনাল হাইস্পিড কর্পোরেশন। এখানে থাকবে ৬ টি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে ১৬ টি বগির ট্রেন দাঁড়ানো অনায়াসেই সম্ভব।ইতিমধ্যেই শেষ হয়েছে সেই ঝাঁ চকচকে স্টেশনের কাজ। স্টেশনের ভিতরে রয়েছে নানান দোকানপাট ও অফিস। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই স্টেশনের একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে স্টেশনে তুলে ধরা হয়েছে গান্ধিজির সত্যাগ্রহ আন্দোলনের চিত্র।

Related Articles