দেশমসনদের লড়াইরাজনীতি

ভোটের মাঝে বোমায় ৪ হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি, রাজধানীতে ছড়াল চরম আতঙ্ক

The threat of blowing up 4 hospitals with bombs in the middle of the polls, extreme panic spread in the capital

The Truth Of Bengal : আবারও দিল্লিতে বোমা হামলার হুমকি। ৪টি হাসপাতাল বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। জিটিভি হাসপাতাল,দাদা দেব হাসপাতাল,হেডগেওয়ার হাসপাতাল ওদীপ চন্দ্র বন্ধু হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দিল্লি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ই-মেলে ভুয়ো হুমকির পরেই তোলপাড় দেশের রাজধানীতে। তল্লাশি শুরু হয়েছে দিল্লির নানা জায়গায়।

দিল্লি দমকল বিভাগে উড়ো ফোন আসে। কে বা কারা  এই হুমকি দেয় তা খতিয়ে দেখা হচ্ছে।কোনও জঙ্গি সংগঠন এই হুমকির পিছনে রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে দিল্লি পুলিশের  তরফে জানানো হয়েছিল, ১০০ টিরও বেশি  স্কুল উড়িয়ে দেওয়ার  হুমকি দেওয়া হয়।সেসময় হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত ইমেলে দেখা যায় ‘স্বরাইম’ শব্দটি ছিল।  যেটি একটি আরবি শব্দ যা ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেট দ্বারা ইসলামি প্রচার প্রচারের জন্য ব্যবহৃত হয়।

Related Articles