বিহার বিধানসভায় আস্থাভোটে জয় নীতীশকুমারের নেতৃত্বাধীন জোট সরকারের,
The Nitishkumar-led coalition government won the confidence vote in the Bihar Assembly.

The Truth Of Bengal: প্রত্যাশামতই বিহার বিধানসভায় আস্থাভোটে জিতে গেল নীতীশকুমারের নেতৃত্বাধীন জোট সরকার।সোমবার আস্থাভোটের সময় আরজেডি-কংগ্রেস সহ বিরোধী বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। ২৪৩আসনের বিধানসভায় ১২৯-০ভোটে জিতে যায় ক্ষমতাসীন জোট। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১২২জন বিধায়কের সমর্থন। আরজেডির ৩ বিধায়ক ক্ষমতাসীন জোটকে সমর্থন করেছে ।
তিনি ডিগবাজির কারিগর।জোট বদল করেও মসনদ টিকিয়ে রাখতে বদ্ধপরিকর।একাধিকবার একথা প্রমাণ দিয়েছেন নীতীশ কুমার। আবার তা প্রমাণ করলেন। রং বদলের খেলায় মেতে ক্ষমতা ধরে রাখলেন।২৯ জানুয়ারি আরজেডি-কংগ্রেসের হাত ছেড়ে বিজেপির সঙ্গে নতুন সম্পর্ক গড়েন নীতীশ।সেজন্য সোমবার বিহার বিধানসভায় আস্থাভোট নেওয়া হয়।আস্থাভোট ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।প্রস্তাব গ্রহণের সময় সরকার ও বিরোধী সদস্যদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। এতদিন বিধানসভায় স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছিলেন আরজেডি-র অবধ বিহারী চৌধরি। আস্থা ভোটের আগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবটি গৃহীত হওয়ায় স্পিকারের পদ থেকে সেরে যেতে হয় অবধ বিহারী চৌধরীকে।সরকার পক্ষের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করে বিধানসভা থেকে ওয়াকআউট করেন আরজেডি-কংগ্রেস ও বাম বিধায়করা।পরিসংখ্যান বলছে,২৪৩আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১২২জন বিধায়কের সমর্থন।বিরোধীরা ওয়াকআউট করায় জোট সরকারের পক্ষে ভোট পড়ে ১২৯টি।
জানা গেছে,আরজেডির ৩ বিধায়ক শিবির বদল করেছেন।তাই ২৪৩আসনের বিধানসভায় ম্যাজিক ফিগারের থেকে বেশি ভোট পান নীতীশকুমারের নেতৃত্বাধীন সরকার। সংখ্যাগরিষ্ঠতার মাপকাঠিতে জিতে গেলেও দল ভাঙানোর অভিযোগ জোরদার হওয়ায় বিজেপির মতোই নীতিশের গায়েও কালি লাগল বলে বিরোধীদের অভিযোগ।তাই ক্ষমতার লোভে প্রলোভনের রাজনীতি বিহারে আমদানি করা হয়েছে বলে সোচ্চার তেজস্বী যাদব সহ আরজেডি নেতৃত্ব।