২০২৯ সালে একযোগে গোটা দেশে নির্বাচনের প্রস্তাব দিতে পারে আইন কমিশন
The Law Commission may propose simultaneous elections in the entire country in 2029

The Truth Of Bengal : ২০২৯ সালে একযোগে গোটা দেশে নির্বাচনের প্রস্তাব দিতে পারে আইন কমিশন। এক দেশ এক ভোট নীতি কার্যকর করার দায়িত্ব দেওয়া হয় আইন কমিশনকে। ২০২৪ থেকে ২০২৯ সালের মধ্যে রাজ্য আইনসভা এবং স্থানীয় সংস্থাগুলি যেমন পুরসভা এবং পঞ্চায়েতগুলির একযোগে নির্বাচনের জন্য অস্থায়ী টাইমলাইন তৈরি করবে এই প্যানেল। ২২ তম আইন কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে এক দেশ এক নির্বাচন ইস্যুতে এমনই রিপোর্ট জমা দিতে পারে বলে জানা যাচ্ছে।
কিছুদিন আগে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ, এক নির্বাচন নিয়ে বৈঠক হয় দিল্লিতে। এক দেশ এক নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন হয়। সেই কমিটির শীর্ষে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিভিন্ন দলের মতামত জানতে একাধিক বৈঠক হয়েছে কমিটির।
এবার জানা যাচ্ছে, ‘এক জাতি, এক নির্বাচন’ বিষয়ে সংবিধানে একটি নতুন অধ্যায় যোগ করার পাশাপাশি ২০২৯ সালের মাঝামাঝি দেশজুড়ে লোকসভা, রাজ্য বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলির জন্য একযোগে নির্বাচনের সুপারিশ করতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে, আইন কমিশন একযোগে নির্বাচনের বিষয়ে ‘নতুন অধ্যায়’ বা ‘অংশ’ যোগ করার জন্য সংবিধানে একটি সংশোধনীর সুপারিশ করতে পারে। আইন কমিশন আগামী পাঁচ বছরে তিন ধাপে বিধানসভার সামঞ্জস্য করার সুপারিশ করবে। যাতে ১৯তম লোকসভার নির্বাচন হওয়ার সময় মে-জুন মাসে ২০২৯ সালে দেশে প্রথম একযোগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
FREE ACCESS