দেশ

কাকভোরে কেঁপে উঠল ভূস্বর্গ! এনকাউন্টারে মৃত্যু ৫ জেহাদির, আহত ২ জওয়ান

The earth shook in Kakvor! 5 jihadists killed, 2 soldiers injured in encounter

Truth Of Bengal: গুলির লড়াইয়ে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। বৃহস্পতিবার কাকভোরে কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই গুলির লড়াইয়ে ছিল জঙ্গিরা। সেখানে এনকাউন্টারে মৃত্যু হয় ৫ জঙ্গির। এদিকে আহত হয়েছেন ২ জওয়ান। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাছে কাশ্মীরের পুলিশ ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলের মাধ্যমে ভারতীয় সেনা জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল, দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাদ্দের এলাকায় জেহাদিদের লুকিয়ে রয়েছে। তারপরই ওই জঙ্গিদের নাশকতার ছক নষ্ট করতে যৌথ অভিযান চালায় কাশ্মীরের পুলিশ ও সেনাবাহিনী। সন্দেহজনক এলাকায় জেহাদিদের গতিবিধি নজরে এলে জওয়ানরা গুলি চালানো শুরু করেন। অপরদিকে লুকিয়ে থাকা জেহাদিরাও পাল্টা গুলি চালাতে শুরু করে। সেখানে জওয়ানদের এনকাউন্টারে মৃত্যু হয় ৫ জেহাদির। বাকি জঙ্গিরা অন্যত্র পালিয়ে যাওয়ার জন্য এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি, তবে তাদের খোঁজে এখও অভিযান চলছে। সূত্রের খবর, এই ঘটনার জেরে সেনাবাহিনীর ২ জন সদস্য আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles