নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালিয়ে দোকানে ধাক্কা মার্সেডিজ এসইউভির চালকের, আহত ৬
The driver of the Mercedes SUV hit the shop while driving while intoxicated

The Truth Of Bengal : সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই আমরা কত কিছুই না ভাইরাল হতে দেখি। তেমনি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি বিলাসবহুল মার্সেডিজ এসইউভি গাড়ি সোজা এসে একটি দোকানে ধাক্কা মারছে। সাথে সাথে ভেঙে গুঁড়িয়ে গেল আসতো একটি দোকান। রবিবার সিসিটিভি ফুটেজের রেকর্ড হয়েছে এই ভিডিও। সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পেশায় আইনজীবী পরাগ মাইনি, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা ঘটে যায়।
পরবর্তীকালে রক্ত পরীক্ষার রিপোর্ট দেখা গিয়েছে ঘটনায় চালক নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে গাড়িটিকে। দেখুন সেই ফুটেজ …
#WATCH | 6 people got injured after a speeding car rammed into a Kachori shop on Delhi’s Rajpur Road on March 31.
A case has been registered at PS Civil Lines and the driver of the car, Parag Maini, has been arrested and the offending vehicle has been seized. According to… pic.twitter.com/kg9OYcH1Ip
— ANI (@ANI) April 2, 2024