দেশ

ঘোষিত হল সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বের তারিখ

The date of the first phase of the Parliament session has been announced

Truth of Bengal: সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে জানুয়ারি ৩১ থেকে ফেব্রুয়ারি ১৩ পর্যন্ত। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন।

প্রথা অনুযায়ী, অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে। রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। এরপর অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে।

অধিবেশনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।

অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের প্রতি ধন্যবাদ প্রস্তাব নিয়ে উভয় কক্ষে আলোচনা হবে। এই পর্ব শেষ হবে সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে।

এই অধিবেশন দেশের বাজেট এবং অর্থনৈতিক নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles